প্রতি শুক্রবার কী করবেন ব্যারিস্টার সুমন? জানালেন ফেসবুক লাইভে

|

প্রতি শুক্রবার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার ঘোষণা দিয়েছেন হবিগঞ্জ-৪ আসনের এমপি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ফেইসবুক লাইভে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে পরিচ্ছন্ন অভিযান পরিচালনা শেষে এ ঘোষণা দেন তিনি।

ফেইসবুক লাইভে দেখা যায়, সকালে সুমনসহ একটি স্বেচ্ছাসেবী সংগঠন সেন্ট মার্টিন দ্বীপের জেটি ঘাট এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালায়।

সেন্ট মার্টিনে চলছে পরিচ্ছন্নতা কার্যক্রম।

এ সময় সায়েদুল হক সুমন বলেন, সেন্ট মার্টিনে উন্নয়ন হলেও কিছু কিছু জায়গায় অযত্ন-অবহেলা রয়েছে। এ সময় তিনি সবাইকে যত্রতত্র ময়লা না ফেলার আহ্বান জানান। বাড়িঘর ও চারপাশ পরিস্কার রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।

এ কার্যক্রমে অংশ নেয়া একজন বলেন, সপ্তাহে একদিন যার যার অবস্থান থেকে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা গেলে ধীরে ধীরে আবর্জনার পরিমাণ কমে আসবে। একসময় আবর্জনার পরিমাণ শুন্যে গিয়ে পৌঁছাবে।

উল্লেখ্য, এর আগে গতকাল শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) নিজের ভেরিফাইড ফেইসবুক পেইজে এক পোস্টে সেন্ট মার্টিন দ্বীপে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের ঘোষণা দেন তিনি।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply