বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলতে ঢাকায় পা রেখেছেন ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেটের ফেরিওয়ালা দুই ক্যারিবিয়ান ক্রিকেটার আন্দ্রে রাসেল ও সুনীল নারিন।
বিপিএল খেলতে রাসেল-নারিন আসার খবরটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জানিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এক পোস্টে ফ্র্যাঞ্চাইজিটি লিখেছে, ক্যারিবীয় কিংবদন্তি, কুমিল্লা ভিক্টোরিয়ান্স পরিবারের অন্যতম দুই সদস্য সুনীল নারাইন আর আন্দ্রে রাসেল চলে এসেছেন। এবার হবে মজা!
দলের সঙ্গে যোগ দিতে দুই ক্রিকেটার উড়াল দেবেন চট্টগ্রামে। সব ঠিক থাকলে কুমিল্লার হয়ে বিপিএলের দশম আসরে রাসেল-নারিন প্রথম ম্যাচ খেলবেন ১৯ ফেব্রুয়ারি। ঐদিন কুমিল্লার মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স। আগের মৌসুমে কুমিল্লার শিরোপা জয়ে ভূমিকা রেখেছিলেন এই দুই ক্যারিবীয় তারকা। এবার অবশ্য তাদের দেরিতে আসার কারণ, স্পিনিং অলরাউন্ডার নারিন ব্যস্ত ছিলেন আইএল টি-টোয়েন্টি লিগে, আর রাসেল ওয়েস্ট ইন্ডিজের হয়ে অস্ট্রেলিয়ায় সিরিজ খেলছিলেন।
দুর্দান্ত ফর্মে থাকা রাসেল ১৩ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার মাটিতে ২৯ বলে ৭১ রান করেন ৪ চার ও ৭ ছক্কায়। আগের ম্যাচেও করেছেন ৩৭ রান। সব মিলিয়ে তার ব্যাট রীতিমত উড়ছে। আইএল টি-টোয়েন্টিতে ৮ ম্যাচে ৬ ইনিংসে ১৯২ রান করেছেন ২২৮.৫৭ স্ট্রাইকরেটে। তবে নারিনের ফর্ম কুমিল্লার দুশ্চিন্তার কারণ হতে পারে। আইএল টি-টোয়েন্টিতে ১০ ম্যাচে ৫ ইনিংসে মাত্র ৬ রান করেছেন। এছাড়া বোলিংয়ে ১০ ম্যাচে ৭ উইকেট পেয়েছেন ৬.১১ ইকোনমিতে।
তবে অভিজ্ঞ এ খেলোয়াড়রা ফর্মে ফিরতে একদমই সময় নেন না। যে কোনো মঞ্চেই যখন প্রয়োজন তারা ঝড় তুলতে পারেন। তাতে আরেকবার শিরোপার স্বপ্ন দেখতেই পারে কুমিল্লা।
/আরআইএম
Leave a reply