গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের আক্রমণে প্রাণ গেছে ২ কিশোরসহ অন্তত ৭ ফিলিস্তিনির। হামলায় আহত হয়েছে আরও আড়াইশ’ মানুষ। এদের মধ্যে ১৫৪ জনই গুলিবিদ্ধ এবং গুরুতর আহত।
শুক্রবার জুম্মার নামাজের পর, গাজা-ইসরায়েল সীমান্তে বিক্ষোভরত নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর গুলি আর টিয়ার শেল ছোঁড়ে ইসরায়েলি বাহিনী। এদিন ‘গ্রেট মার্চ অব রিটার্ন’ পদযাত্রায় অংশ নেয় প্রায় ১৪ হাজার মানুষ।
ইসরায়েলি অবরোধের বিরুদ্ধে গত ৩০ মার্চ থেকে শুরু হওয়া এ বিক্ষোভে সেনাবাহিনীর হামলায়, এ নিয়ে নিহত ফিলিস্তিনির সংখ্যা দাঁড়ালো ২০৭ জনে।
এদিকে, অবরুদ্ধ অঞ্চলটিতে জ্বালানি সরবরাহ বন্ধে কাতারকে নির্দেশ দিয়েছে তেলআবিব। বিক্ষোভকারীদের প্রতি শাস্তি হিসেবে এ সিদ্ধান্তের কথা জানান ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী আভিগদোর লাইবারম্যান। অবরোধে বিপর্যস্ত গাজার বাসিন্দাদের কাছে মানবিক ত্রাণ সরবরাহে গতি ফেরাতে গত মঙ্গলবার গাজায় জ্বালানি পৌঁছাতে শুরু করে দোহা।
Leave a reply