‘দুষ্টু ছেলে’ থেকে ‘ইনস্যাট থ্রিডিএ’, মহাকাশে স্যাটেলাইট ভারতের

|

ছবি: হিন্দুস্তান টাইমস।

মহাকাশে আবহাওয়া বিষয়ক স্যাটেলাইট পাঠালো ভারত। শনিবার (১৭ ফেব্রুয়ারি) দেশটির শ্রী হরিকোটা স্পেস স্টেশন থেকে সফল উৎক্ষেপণ করা হয় ইনস্যাট থ্রিডিএ। একব প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টা নাগাদ, জিএসএসএলভি রকেটে চেপে রওয়ানা দেয় এটি। এরইমধ্যে, নির্দিষ্ট কক্ষপথে পৌঁছেছে বলে জানিয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। অবস্থান নিয়েছে নিজস্ব মহাকাশ স্টেশনে।

ইসরো জানিয়েছে, পৃথিবী ও সমুদ্রপৃষ্ঠের উপর নজরদারি চালাবে উপগ্রহটি। এছাড়াও উপগ্রহটি দিতে পারবে আবহাওয়ার নির্ভুল পূর্বাভাস। প্রাকৃতিক দুর্যোগ নিয়ে দিতে পারবে আগাম তথ্য।

ছবি: হিন্দুস্তান টাইমস।

এর আগে, একবার ব্যর্থ হয়েছিল ইনস্যাট থ্রিডিএ উৎক্ষেপনের চেষ্টা। তখন এই স্যাটেলাইটের নাম দেয়া হয়েছিল ‘দুষ্টু ছেলে’।

\এআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply