শান্তির শহর হিসেবে পরিচিত নেদারল্যান্ডসের হেগ’এ ছড়িয়েছে ব্যাপক সহিংসতা। ইরিত্রিয়ান প্রবাসীদের দু’টি পক্ষের সংঘর্ষে রীতিমতো রণক্ষেত্র শহরটির কেন্দ্র। শনিবার (১৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে তুরস্কের সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় হয় এ ঘটনা। ইরিত্রিয়ান কমিউনিটির একটি শান্তিপূর্ণ বৈঠক থেকে ছড়ায় উত্তেজনা। সরকারের পক্ষ আর বিপক্ষ দলের মাঝে শুরু হয় কথা কাটাকাটি। এক পর্যায়ে, হাতাহাতি-মারামারিতে জড়িয়ে পড়ে দুই পক্ষ। পরে, যানবাহনে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়ে বিক্ষুব্ধরা। ফলেম এক সময়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরিস্থিতি। দ্রুত জরুরি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন শহরের মেয়র। মোতায়েন করা হয় নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য। কয়েক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। অবশ্য, এই ঘটনায় কেউ হতাহত হয়নি।
\এআই/
Leave a reply