মিয়ানমারের রাখাইনে উত্তেজনা প্রশমন ও রোহিঙ্গাদের দেশে ফিরিয়ে নিতে সু চি সরকারে প্রতি আহ্বান জানালেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক। ইইউ-ভারত সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে অবস্থানরত টাস্ক শুক্রবার এ মন্তব্য করেন।
সংকট সমাধানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথেও আলোচনা হয় টাস্কের। সংকট সমাধানে সহায়তা করতে মোদির প্রতি আহ্বান জানান তিনি।
রাখাইনের দুর্গত এলাকায় দ্রুত মানবিক সহায়তা পৌঁছানো এবং আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নে মিয়ানমারের প্রতিও আহ্বান জানান ইইউ কাউন্সিল প্রেসিডেন্ট।
রাখাইনে গত ২৫ আগস্ট থেকে চলমান সহিংসতায় এখন পর্যন্ত বাংলাদেশে আশ্রয় নিয়েছে ৫ লাখ ১৫ হাজারের বেশি রোহিঙ্গা। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম বলছে, এখনও প্রতিদিন গড়ে ২ হাজার বাস্তুচ্যুত রোহিঙ্গা ঢুকছে বাংলাদেশে। এদিকে, সংঘাত বন্ধ না হলে, রাখাইনে থাকা বাকি রোহিঙ্গারাও বিতারণের শিকার হবে বলে আশঙ্কা জানিয়েছেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল মার্ক লোকক।
Leave a reply