মিয়ানমারে দুই রাজনৈতিক বন্দির রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশটির বাগো প্রদেশে হয়েছে এ ঘটনা। খবর ইরাবতির।
নিহতদের একজন সুপরিচিত মানবাধিকার কর্মী ৪৯ বছর বয়সী মা নোবেল এয়ি। অপরজন কো লে খোয়াইন। আদালতে হাজিরা শেষে কারাগারে নেয়ার পথে গুলিবিদ্ধ হয়ে মারা যান তারা।
গত ৮ ফেব্রুয়ারি দু’জনের মরদেহ হাসপাতালের মর্গে পাঠায় জান্তার সেনারা। গোপনীয়তার মধ্য দিয়ে কবর দেয়া হয় তাদের।
গেলো জানুয়ারির শেষে। ওয়াও শহরের একটি চেকপোস্টে আটক করা হয়েছিল তাদের। প্রতিরোধ বাহিনীকে সরবরাহের উদ্দেশ্যে অবৈধ অস্ত্র পরিবহনের অভিযোগ করা হয় তাদের বিরুদ্ধে।
এটিএম/
Leave a reply