দেশ ও জনগণের জন্য কাজ করতে চাই: সালমা ইসলাম

|

বিরোধী দল হিসেবে সংসদে কার্যকর ভূমিকা রাখবে জাতীয় পার্টি এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম। তিনি বলেন, দেশ ও জনগণের জন্য যা ভালো হবে সেটাই করা হবে।

রোববার (১৮ ফেব্রুয়ারি) সকালে নির্বাচন কমিশনে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম জমা শেষে একথা জানান তিনি। এ সময় সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম ছাড়াও মনোনয়ন ফরম জমা দেন ঠাকুরগাঁও জেলা জাতীয় পার্টির সভাপতি নূরুন নাহার বেগম।

সালমা ইসলাম বলেন, আমাদের তো জনগণের পাশে থাকতে হবে। যেভাবে তুলে ধরলে, অর্থাৎ ভালো বিষয়কে ভালো আর যেটা জনগণের জন্য কল্যাণকর নয়, তা তুলে ধরা আমাদের দায়িত্ব।

এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুও। তিনি বলেন, ১৩ জন যদি কার্যকর ভূমিকা রাখতে পারে, তবে সংসদকে কার্যকরী করা সম্ভব। সংখ্যা দিয়ে কিছু হয় না বলেও জানান তিনি।

জাপা মহাসচিব আরও বলেন, ৭ তারিখ নির্বাচনে এসে গণতন্ত্রকে বাঁচিয়েছে জাতীয় পার্টি। গতবারের মতো এবারও সংসদে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply