আভদিভকার দখল রাশিয়ার জন্য বড় জয়: পুতিন

|

রাশিয়ান টর্নেডো-এস মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম। ছবি: দ্য মস্কো টাইমস।

পূর্ব ইউক্রেনের শহর আভদিভকার দখল পাওয়া রাশিয়ার জন্য একটি ‘গুরুত্বপূর্ণ বিজয়’ বলে উল্লেখ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই সাথে রুশ বাহিনীর প্রশংসাও করেন তিনি। রোববার (১৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে রাশিয়ার সংবাদ মাধ্যম দ্য মস্কো টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, শনিবার, শহরটি থেকে সেনা প্রত্যাহার করার ঘোষণা দেয় ইউক্রেন। আর তারপরই এমন মন্তব্য করেন পুতিন। তবে, অঞ্চলটিতে এখনও বেশ কিছু ইউক্রেনীয় সেনা রয়ে গেছে বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ। শহরটিকে পুরোপুরি ইউক্রেনীয় সেনামুক্ত করতে চলছে তৎপরতা।

এদিকে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রাষ্ট্রীয় সংবাদ সংস্থাকে বলেছেন, “প্রেসিডেন্ট আমাদের যোদ্ধাদের এমন একটি গুরুত্বপূর্ণ বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন”।

এর আগে, গত বছরের মে মাস থেকে বাখমুত দখল করে রেখেছে রুশ বাহিনী। এরপর আভদিভকার নিয়ন্ত্র্রণ পেল তারা। এদিকে, আগামী ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের দ্বিতীয় বছর পূর্ণ হবে। এমন সময় গুরুত্বপূর্ণ এই শহর দখলে নেয়া রাশিয়ার জন্য বড় জয় বলে মনে করেন অনেক বিশ্লেষক।

\এআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply