২ মাস পেছাল বিএনপির ৭ আইনজীবী নেতার শুনানি

|

আবারও পেছাল বিএনপির শীর্ষ ৭ আইনজীবীর আদালত অবমাননা মামলার শুনানি। ২ মাস পিছিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের পর এপ্রিলের ২২ তারিখ সময় নির্ধারণ করেন আপিল বিভাগ।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের ৪ সদস্যের বেঞ্চে ৭ আইনজীবী হাজির হন। পরে পূর্ণাঙ্গ বেঞ্চ না থাকায় অপারগতার কথা জানান আপিল বিভাগ। এ সময় বিএনপিপন্থি আইনজীবীদের পক্ষে সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী দাঁড়ান। পরে উভয়পক্ষের সম্মতিতে ২২ তারিখ শুনানির দিন নির্ধারণ হয়।

আগের সপ্তাহে শুনানিতে সময় চান বাদীপক্ষ। জাতীয় শোক দিবসের আলোচনায় নিজেদের শপথবদ্ধ রাজনীতিবিদ মন্তব্য করায় দুই বিচারপতির পদত্যাগের দাবিতে টানা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে আসছিলেন বিএনপিপন্থি আইনজীবীরা। সেই প্রেক্ষিতে আওয়ামীপন্থী আইনজীবী মো. নাজমুল হুদা বিএনপির আইন সম্পাদক কায়সার কামালসহ ৭ আইনজীবী নেতার বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন দাখিল করেন আপিল বিভাগে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply