সমস্যা সমাধানের নামে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেয়া দরবেশ বাবা চক্রের ১৯ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর কাকরাইলে সিআইডির হেডকোয়ার্টারে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান অতিরিক্ত আইজি মোহাম্মদ আলী মিয়া।
এ সময় পুলিশের এ কর্মকর্তা জানান, চক্রটি রাজধানীর বিভিন্ন এলাকায় ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে প্রতারণা করে আসছিল। পারিবারিক কলহ, নিঃসন্তান এমন পরিবারকে সমস্যা সমাধানের আশ্বাস দিতো। পরে কথিত দরবেশ বাবার কাছে ভুক্তভোগীদের নিয়ে যেত চক্রের সদস্যরা। এরপর বিভিন্ন ধাপে প্রলোভন দেখিয়ে অর্থ লুটে নিতো।
প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, চক্রটি বিভিন্ন জনের কাছ থেকে ২৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এসব ঘটনায় মাগুরাসহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে চক্রের ১৯ সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের থেকে প্রতারণায় ব্যবহৃত ৪১টি মোবাইল, বিপুল সংখ্যক সিমকার্ড ও ডিজিটাল আলামত উদ্ধার করা হয়।
/এমএন
Leave a reply