ইসরায়েলি হামলায় অচল গাজার দ্বিতীয় বৃহত্তম হাসপাতাল

|

ইসরায়েলি হামলায় পুরোপুরি বন্ধ হয়ে গেছে গাজার দ্বিতীয় বৃহত্তম আল নাসের হাসপতাল। যুদ্ধের কারণে জ্বালানি ঘাটতিতে গতকাল শনিবার (১৮ ফেব্রুয়ারি) এই হাসপাতালটি বন্ধ হয়ে যায়। খবর রয়টার্স ও আল জাজিরার।

বন্ধ হয়ে যাওয়ার সময় হাসপাতালটিতে প্রায় ২০০ রোগী ছিল। এর মধ্যে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় অন্তত প্রাণ গেছে ৮ রোগীর। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের এ হাসপাতালটিতে রোগীদের দেখাশোনা করছিলেন মাত্র চারজন চিকিৎসাকর্মী।

গাজার দক্ষিণাঞ্চলীয় এলাকায় চিকিৎসা সেবার মেরুদণ্ড বলা হয়ে থাকে এই আল নাসের মেডিকেল হাসপাতালকে। এর পরিষেবা বন্ধ করার অর্থ হলো খান ইউনিস ও রাফাহতে বাস্তুচ্যুত হাজার হাজার মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয়া, এমনটাই বলছে কর্তৃপক্ষ।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply