সড়কে বিশৃঙ্খলার জন্য অপরিকল্পিত নগরায়ন ও ট্রাফিক আইন না মানার সংস্কৃতিই দায়ী বলে উল্লেখ করেছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। সকালে রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে ট্রাফিক সচেতনতা কার্যক্রম উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন।
তিনি বলেন, সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের কেউ কেউ ট্রাফিক আইন মানতে চায়না। উল্টোপথে গাড়ি ব্যবহার করে। যদি দায়িত্বশীলরাই আইন না মানে তাহলে সাধারণ নাগরিকদের আইন মানাতে চাওয়া কষ্টসাধ্য। তাই সবাইকে আইন মেনে চলার আহ্বান জানিয়ে কমিশনার বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে কাউকে ছাড় দেয়া হবেনা। যারাই ট্রাফিক আইন ভঙ্গ করবে তাদের বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা নেয়া হবে। ছাত্রদের আন্দোলনের কথা উল্লেখ করেন তিনি বলেন, যে ছাত্ররা সড়কে শৃঙ্খলা ফেরাতে আন্দোলন করেছিলো তারাও এখন আইন মানছেনা।
Leave a reply