রাখাইনের উত্তরাঞ্চল থেকে সেনা প্রত্যাহার জান্তার

|

ছবি: দ্য ইরাওয়াদি।

রাখাইন রাজ্যের উত্তরাঞ্চল থেকে সেনাদের প্রত্যাহার করলেও, দক্ষিণে হামলা বাড়িয়েছে মিয়ানমার জান্তা। এমন দাবি সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির। সোমবার (১৯ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে মিয়ানমারের গণমাধ্যম দ্য ইরাওয়াদি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, মিয়েবন শহরের দুটি ঘাঁটি থেকে সেনাদের সরানো হয়েছে। নিরাপত্তার খাতিরেই নেয়া হয়েছে এমন উদ্যোগ। এসব ঘাঁটি থেকে অন্তত ৪ দফায় প্রত্যাহার হলো সৈন্য।

তবে সময় স্বল্পতার কারণে যেসব অস্ত্র নেয়া যায়নি; সেগুলো ধ্বংস করা হয়েছে। অবশ্য, রাজ্যের দক্ষিণাঞ্চলে হামলা জোরদার করেছে মিয়ানমার জান্তা।

\এআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply