নওগাঁয় দাখিল পরীক্ষার একটি কেন্দ্রে ভয়াবহ প্রক্সিকাণ্ডের ঘটনা ঘটেছে। কেন্দ্রের ৫৭ পরীক্ষার্থীর সবাই ভুয়া। প্রক্সি পরীক্ষা দেয়ায় কেন্দ্র সচিবসহ ৫৮ জনকে আটক করা হয়েছে। চলছে যাচাই-বাছাই। এই তুঘলকি কাণ্ড ঘটেছে সাপাহার উপজেলার সরফতুল্লাহ ফাযিল মাদরাসা কেন্দ্রে।
নওগাঁর জেলা প্রশাসক গোলাম মওলা জানান, গোপন খবরের ভিত্তিতে তারা জানাতে পারেন সরবতুল্লাহ মাদরাসা কেন্দ্রে যারা পরীক্ষায় বসেছেন তারা সবাই প্রক্সি দিচ্ছেন। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে সেখানে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় আটক করা হয়েছে ৫৭ ভুয়া পরীক্ষার্থীকে। একই সাথে আটক করা হয়েছে কেন্দ্র সচিবকেও।
প্রথম দু’টি পরীক্ষাও তারা একইভাবে দিয়েছে বলেও জানিয়েছেন জেলা প্রশাসক। তিনি জানান, যেসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই কেন্দ্রে পরীক্ষা দিচ্ছিলেন সেসব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের তলব করা হয়েছে।
/এনকে
Leave a reply