যারা পেলেন ৭৭তম বাফটা পুরস্কার

|

সম্প্রতি অনুষ্ঠিত হলো ৭৭তম বৃটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ড (বাফটা)। স্থানীয় সময় রোববার (১৮ ফেব্রুয়ারি) লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে আয়োজনটির ২০২৪ আসরের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম এপি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, এবারের আসরে ক্রিস্টোফার নোলান নির্মিত সিনেমা ‘ওপেনহাইমার’র বেশ প্রশংসিত। গত বছরের এ ছবিটি সর্বোচ্চ সাতটি বিভাগে পুরস্কৃত হয়েছে। এরমধ্যে সেরা ছবি, সেরা পরিচালক ও সেরা অভিনেতা বিভাগও রয়েছে। এর আগে মনোনয়নেও দাপট দেখিয়েছিল ছবিটি। তবে সেরা অভিনেত্রীসহ পাঁচটি বিভাগে পুরস্কার জিতে চমক দেখিয়েছে ইয়োরগাস লান্থিমোস নির্মিত সিনেমা ‘পুওর থিংস’।

বিজয়ীদের তালিকা: 

সেরা ছবি: ওপেনহাইমার  

আউটস্ট্যান্ডিং বৃটিশ ছবি: দ্য জোন অব ইন্টারেস্ট

সেরা তথ্যচিত্র: ২০ ডেইজ ইন মারিউপোল

সেরা অ্যানিমেটেড ছবি: দ্য বয় অ্যান্ড দ্য হেরন

সেরা নির্মাতা: ক্রিস্টোফার নোলান

সেরা অরিজিনাল স্ক্রিনপ্লে: অ্যানাটমি অব আ ফল

সেরা অ্যাডাপ্টেড স্ক্রিনপ্লে: আমেরিকান ফিকশন

সেরা অভিনেত্রী: এমা স্টোন (পুওর থিংস)

সেরা অভিনেতা: কিলিয়ান মারফি (ওপেনহাইমার)

সেরা পার্শ্ব চরিত্রের অভিনেত্রী: দা’ভিন জয় রান্দোলফ (দ্য হোল্ডওভারস)

সেরা পার্শ্ব অভিনেতা: রবার্ট ডাউনি জুনিয়র (ওপেনহাইমার)

সেরা কাস্টিং: দ্য হোল্ডওভারস

সেরা সিনেমাটোগ্রাফি: ওপেনহাইমার

সেরা সম্পাদনা: ওপেনহাইমার

সেরা কস্টিউম ডিজাইন: পুওর থিংস

সেরা মেকআপ ও হেয়ার: পুওর থিংস

সেরা অরিজিনাল স্কোর: ওপেনহাইমার

সেরা প্রডাকশন ডিজাইন: পুওর থিংস

সেরা সাউন্ড: দ্য জোন অব ইন্টারেস্ট

সেরা স্পেশাল ভিজ্যুয়াল ইফেক্টস: পুওর থিংস

সেরা বৃটিশ শর্ট অ্যানিমেশন: ক্র্যাব ডে

সেরা বৃটিশ শর্টফিল্ম: জেলিফিশ অ্যান্ড লবস্টার, ইই রাইজিং স্টার অ্যাওয়ার্ড (দর্শকের ভোটে): মিয়া ম্যাককেনা (ব্রুস)।

\এআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply