ক্যালিফোর্নিয়ায় আবারও বন্যা

|

ছবি: সিএনএন

মাত্র দু’সপ্তাহের ব্যবধানে আবারও বন্যায় তলিয়ে গেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া। শক্তিশালী ঘূর্ণিঝড়ের ফলে টানা বৃষ্টিপাতে চরম দুর্ভোগে পড়তে হয়েছে স্থানীয় বাসিন্দাদের। সোমবার (১৯ ফেব্রুয়ারি) এ খবর জানায় সিএনএন।

সোমবার থেকে শুরু হওয়া বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত, এমনটি জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এতে আরও বেশি ক্ষতির আশঙ্কা করছে প্রশাসন। অঙ্গরাজ্যটির বেশিরভাগ উপকূলীয় অঞ্চলে জারি করা হয়েছে জরুরি অবস্থা। ঝুঁকিপূর্ণ জায়গায় বসবাসকারীদের নিরাপদ জায়গায় আশ্রয় নেয়ার কথা বলা হয়েছে।

বলা হচ্ছে, ভারী বৃষ্টিপাতে ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চল আরও প্লাবিত হতে পারে। দুই সপ্তাহ আগেই ভয়াবহ ব্ন্যার কবলে পড়ে ক্যালিফোর্নিয়া। এক বছরের রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতে তলিয়ে যায় পুরো শহর। বিদ্যুৎহীন, পানিবন্দি অবস্থায় ছিল প্রায় ১০ লাখ মানুষ। প্রাণ হারিয়েছিল অন্তত ৯ জন। সেই রেশ না কাটতেই আবারও বন্যায় দিশেহারা বাসিন্দারা।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply