বিএনপির আন্দোলন মুখে মুখে, মাঠে অস্তিত্ব নেই: কাদের

|

বিএনপির আন্দোলন শুধু মুখে মুখে। মাঠে এর কোনো অস্তিত্ব নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে ধানমন্ডিতে দলের সভাপতির কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। বিএনপি নেতাদের বক্তব্যকে পাগলের প্রলাপ বলেও অভিহিত করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

এদিকে, দীর্ঘদিন কারাবাস শেষে একে একে মুক্তি পেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির শীর্ষ নেতারা। তাদের গ্রেফতারের বিষয়ে এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের কাছে জানতে চান সাংবাদিকরা। প্রশ্ন ছিল, নির্বাচনের কারণেই তাদের বন্দি করা হয়েছিল কি না। তবে তা নাকচ করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, প্রধান বিচারপতির বাড়ি, পুলিশ হাসপাতাল ও সাংবাদিকের ওপর হামলার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে।

বিরোধীরা সব দোষ কেবল সরকারের ওপর চাপায় উল্লেখ করে ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপির মঈন খান মার্কিন দূতাবাসে যান। সেখানে গিয়ে নালিশ করেন, মানবধিকার ও গণতন্ত্র নেই। এই হচ্ছে আমাদের প্রধান বিরোধী দলের অবস্থা।

ছাত্রলীগের সাম্প্রতিক সহিংস কর্মকাণ্ডের বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, সংঘর্ষের ঘটনা বন্ধে কার্যকর পদক্ষেপ নিচ্ছে দল। আমরা নতুন করে চিন্তা-ভাবনা করছি। থানা-ওয়ার্ডগুলোতে কমিটি দেয়ার ব্যাপারেও কাজ চলছে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

এ সময় মেট্রোরেলের প্রযুক্তিগত বিষয়েও কথা বলেন সড়ক পরিবহন মন্ত্রী। জানান, কোনো আধুনিক প্রযুক্তি যুক্ত করার প্রয়োজন হলে সরকার তা করবে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply