আইপিএল শুরু ২২ মার্চ

|

ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭তম আসরের দিনক্ষণ জানা গেল। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে বড় মহাযজ্ঞ শুরু হবে আগামী ২২ মার্চ। বিষয়টি নিশ্চিত করেছেন আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমাল। অবশ্য লোকসভা নির্বাচনের কারণে আইপিএল ভারতের মাটিতে হবে কিনা তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। সব শঙ্কা উড়িয়ে আইপিএল বসতে চলেছে ভারতেই।

এ বারের লোকসভা নির্বাচন হওয়ার কথা এপ্রিল-মে-তে। নির্বাচনের দিনক্ষণ ঠিক হলেই আইপিএলের সূচি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন টুর্নামেন্টের প্রধান। এ নিয়ে দায়িত্বরতদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

এ প্রসঙ্গে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে অরুণ ধুমাল বলেন, আমরা ২২ মার্চ টুর্নামেন্ট শুরু করার কথা ভাবছি। সরকারি এজেন্সিগুলির সঙ্গে আমরা যোগাযোগ রাখছি। প্রথমে আমরা প্রাথমিক সূচি প্রকাশ করবো। পুরো টুর্নামেন্টটি ভারতেই অনুষ্ঠিত হবে। পরের মাসে লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হতে পারে।

এর আগে, ২০০৯ সালে আইপিএল দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয়েছিল। ২০১৪ সালে নির্বাচনের কারণে আইপিএলের একটা পর্ব সংযুক্ত আরব আমিরাতে হয়েছিল। ২০১৯ সালে অবশ্য ভারতে নির্বাচন থাকার পরও দেশেই আইপিএল হয়েছিল। ফলে এবারও আইপিএল ভারতের মাটিতেই আয়োজন করতে বদ্ধপরিকর আয়োজকরা।

ভারতীয় গণমাধ্যমের গুঞ্জন অনুযায়ী আইপিএলের এবারের আসরের ফাইনাল হতে পারে ২৬ মে। কারণ আগামী জুন-জুলাইতে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের। শুধু ভারতীয় ক্রিকেটারদের জন্যই না বিদেশি ক্রিকেটারদের জন্যও আইপিএল হতে চলেছে বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply