ফরিদপুর বিশ্ব জাকের মঞ্জিল আটরশির ওরস ফেরত যানবাহনের চাপে দীর্ঘ যানজট দেখা দিয়েছে দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাটে। শতাধিক যানবাহন নদী পারের জন্য আটকা পড়েছে।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকাল থেকে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। দুপুরের পর থেকে দৌলতদিয়া ঘাট এলাকায় যানবাহনের চাপ বাড়তে থাকে। ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের প্রায় দেড় কিলোমিটার এলাকায় শতাধিক যানবাহন নদী পারের জন্য আটকা পড়ে।
গড়ে প্রতিটি যানবাহনকে ১ ঘন্টার বেশি সময় ফেরিতে ওঠার অপেক্ষায় থাকতে হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানিয়েছে, ৩ দিনের ওরস শেষ হওয়ায় ফেরিঘাটে অসহনীয় চাপ দেখা দিয়েছে। এই নৌরুটে ১৮টি ফেরির মধ্যে ৮টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।
স্থানীয়রা জানায়, ওরস শেষে ঢাকামুখী ভক্তদের বহনকারী কয়েকশ বাস আজ সকাল থেকে দৌলতদিয়া ঘাটে আসতে থাকে। সকাল ১০টার পর থেকে এসব গাড়ির সঙ্গে ঢাকামুখী সাধারণ পণ্যবাহী গাড়ি ও দুপুরে দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে আসা দূরপাল্লার পরিবহন মিলে দীর্ঘ সারি তৈরি হয়।
/এএম
Leave a reply