র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈনের মাদক ও কিশোর গ্যাং নিয়ে লেখা দুটি বইয়ের মোড়ক উন্মোচিত হয়েছে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে দুটি বইয়ের মোড়ক উন্মোচন করেন সংস্থাটির মহাপরিচালক এম খুরশীদ হোসেন।
কমান্ডার খন্দকার আল মঈনের লেখা নতুন প্রকাশিত বই দুটি হলো, ‘মাদকের সাত সতেরো- বাংলাদেশের বাস্তবতা ও সমাধান সূত্র’ ও ‘কিশোর গ্যাং-কীভাবে এলো, কীভাবে রুখবো’।
এ সময় র্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেন, বর্তমান সময়ের আলোচিত সমস্যা হলো মাদক ও কিশোর গ্যাং। এই গ্যাং কালচারের ভয়াবহ পরিণতি সম্পর্কে সচেতনতার অভাবে কোমলমতি শিশু-কিশোররা এতে জড়িয়ে পড়ছে। যা পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এছাড়া মাদকও একটি ভয়াবহ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে।
বই দুটি স্কুল-কলেজের শিক্ষার্থীদের কাছে পৌঁছানো গেলে কিশোর গ্যাং ও মাদকবিরোধী আন্দোলন আরও কার্যকর হবে বলেও মন্তব্য করেন র্যাব মহাপরিচালক।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল মো. মাহাবুব আলম ও অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডিআইজি ইমতিয়াজ আহমেদ। এছাড়াও র্যাবের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
/আরএইচ/এমএন
Leave a reply