এখনও পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনির মরদেহ। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) এ বিষয়ে ক্ষোভ ঝাড়েন নাভালনির মা লুদমিলা নাভালনায়া। এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, ছেলের মরদেহ পাওয়ার দাবি জানিয়ে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে আবেদন জানান নাভালনির মা। মঙ্গলবার নাভালনির মৃত্যুস্থল, সাইবেরিয়ান পেনাল কলোনির সামনে দাঁড়িয়ে ভিডিওবার্তা দেন লুদমিলা। জানান, পাঁচবার মরদেহ দেখার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন তিনি।
অভিযোগ করেন, নাভালনির মরদেহ কোথায় আছে তাও স্পষ্ট করছে না কর্তৃপক্ষ। ছেলেকে যথাযোগ্য মর্যাদায় সমাহিত করার ইচ্ছার কথা জানান লুদমিলা।
এর আগে, গত শুক্রবার, রাশিয়ার সবচেয়ে আলোচিত ও গুরুত্বপূর্ণ বিরোধী নেতার মৃত্যুর খবর প্রকাশ করে রুশ কারা কর্তৃপক্ষ। বলা হয় হঠাৎ অসুস্থ হয়ে মারা যান নাভালনি। এ বিষয়ে তদন্ত শুরু হলেও এখনও কোনও ফলাফল আসেনি।
\এআই/
Leave a reply