জিম্মিদের ফিরিয়ে আনতে কোনো ছাড় নেই: নেতানিয়াহু

|

হামাসের কাছ থেকে জিম্মিদের ফিরিয়ে আনতে কোনো মাশুল গুনবে না ইসরায়েল। এ মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, গাজায় সামরিক চাপ বৃদ্ধি এবং হামাসকে পরাজিত করাই জিম্মি উদ্ধারের একমাত্র উপায় বলে দাবি করেছেন দেশটির প্রধান।

তিনি আরও বলেন, লক্ষ্য অর্জন ছাড়াই যুদ্ধ বন্ধের বিষয়ে দেশে ও দেশের বাইরে থেকে ইসরায়েলের ওপর চাপ দেয়া হচ্ছে। জিম্মিদের ফেরত আনতে যেকোনো উপায়ে একটি চুক্তির জন্য বলা হচ্ছে। বন্দিদের উদ্ধার অবশ্যই গুরুত্বপূর্ণ। যুদ্ধ চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ ইসরায়েল, যতক্ষণ না হামাসকে নির্মূল করা হচ্ছে।

\এআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply