ব্রাহ্মণবাড়িয়ায় আবর্জনার স্তুপে কুড়িয়ে পাওয়া নবজাতকের মৃত্যু হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে সদর হাসপাতালের এনআইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) মধ্যরাতে জেলা শহরের একটি আবর্জনার স্তুপে কান্নার শব্দ শুনতে পায় স্থানীয় পাহারাদাররা। পরে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতকটিকে উদ্ধার করা হয়। উদ্ধারের সময় নবজাতকটির মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে ক্ষত ছিল। পরে তাকে পুলিশের জিম্মায় সদর হাসপাতালের এনআইসিইউতে ভর্তি করা হয়।
হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স হালিমা বেগম জানান, নবজাতকটির মুখমণ্ডল, হাত ও পায়ে ক্ষত ছিল। এতে শারীরিকভাবে নবজাতকটি অনেক দুর্বল হয়ে পড়ে। চিকিৎসাধীন অবস্থায় রাতে সে মারা যায়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন জানান, এখনও নবজাতকটির পিতা-মাতার পরিচয় শনাক্ত করা যায়নি। নবজাতকটির মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রয়েছে।
/আরএইচ
Leave a reply