ভারতে কৃষকের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ

|

ছবি: রয়টার্স

ভারতে আন্দোলনরত কৃষকের সঙ্গে হয়েছে পুলিশের ব্যাপক সংঘর্ষ। বুধবার (২১ ফেব্রুয়ারি) টিয়ার শেলের আঘাতে এক কৃষকের মৃত্যুর অভিযোগ উঠেছে। জানিয়েছে যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসি।

চতুর্থ দফায় সরকারের সাথে আলোচনায় হয়নি সংকটের সমাধান। পাঞ্জাব-হরিয়ানার শম্ভু সীমান্তে জড়ো হওয়া কৃষকরা তাই বুধবার আবারও দিল্লি অভিমুখে যাত্রা শুরু করেন। এসময় কৃষকদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। তাতেই ছড়ায় সহিংসতা। এতে ২৪ বছর বয়সী এক কৃষক আহত হলে নেয়া হয় হাসপাতালে। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হরিয়ানা পুলিশ অবশ্য বলছে, বিক্ষোভের সময় ‘কোনো কৃষক’ মারা যায়নি।

এ ঘটনায় দুদিনের জন্য কৃষকদের ‘দিল্লি চলো’ কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে। তবে আন্দোলন অব্যাহত থাকবে। শস্যের ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপি নির্ধারণসহ বেশকিছু দাবিতে চলছে কৃষকদের এই আন্দোলন।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply