লেবাননে বিমান হামলার নতুন ফুটেজ প্রকাশ করেছে ইসরায়েল। বুধবার (২১ ফেব্রুয়ারি) এ তথ্য জানায় দেশটির প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। খবর জেরুজালেম পোস্টের।
লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর সামরিক স্থাপনা ছিলো হামলার মূল লক্ষ্য। হিজবুল্লাহর তিনটি অপারেশনাল হেডকোয়ার্টার, একটি কমান্ড সেন্টার ও একটি সামরিক ভবনে চালানো হয় এ বিমান হামলা। তবে এসব হামলায় হতাহতের কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
গাজায় আগ্রাসন শুরুর পর থেকেই উত্তপ্ত ইসরায়েল-লেবানন সীমান্ত। নিয়মিত বিরতিতে হামলায় জড়াচ্ছে হিজবুল্লাহ ও আইডিএফ সেনারা। ইহুদি সেনাদের হামলায় এখন পর্যন্ত ৫০ বেসামরিক ও ২০০ হিজবুল্লাহ যোদ্ধার মৃত্যু হয়েছে। অন্যদিকে, হিজবুল্লাহর হামলায় প্রাণ হারিয়েছে ডজনের বেশি ইসরায়েলি সেনা।
/এএম
Leave a reply