রাজকোষ শুন্য হওয়ায় জনগণের পকেট কেটে সমন্বয়ের চেষ্টা করছে সরকার। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তিনি বলেন, সরকার জনজীবনকে দুর্বিসহ করতে বিদ্যুৎ ও জ্বালানির দাম আবারও বৃদ্ধি করবে। রিজভী বলেন, বিদ্যুৎ-জ্বালানির দাম বাড়ালে কর্মসূচি দিবে বিএনপি।
এই বিএনপি নেতা বলেন, উন্নয়নের ফানুস দেখিয়ে দেশের অর্থ বিদেশে পাচার করছে ক্ষমতাসীনরা। বিভিন্ন কায়দায় জনগণের রক্ত শুষে নেয়াই সরকারে লক্ষ্য বলেও মন্তব্য করেন তিনি। দখলদারিত্ব আর আধিপত্য বজায় রাখতে নানা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে ক্ষমতাসীনরা।
রিজভী আরও বলেন, সরকার দেশকে ভিনদেশি ভাষা এবং সংস্কৃতির পরিচর্যা কেন্দ্রে পরিণত করেছে। সরকার জেনে-বুঝে বাংলা ভাষা সাহিত্য এবং শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করছে- বলেও দাবি করেন তিনি।
এটিএম/
Leave a reply