লালমনিরহাটকে মাদকমুক্ত করতে ফুটবল টুর্নামেন্টের আয়োজন

|

লালমনিরহাটকে মাদকমুক্ত করতে শুরু হয়েছে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) শুরু হয় টুর্নামেন্টটি। ‘আয়রে নবীন তরুন দল- মাদক ছেড়ে মাঠে চল’ এই প্রতিপাদ্যে ও মাদকমুক্ত লালমনিরহাট গড়তে এমন আয়োজন।

দীর্ঘদিন পর এই ফুটবল টুর্নামেন্ট শুরু হওয়ায় খুশি সংগঠক ও ফুটবলাররা।

আর্থিক সংকটের কারণে নিয়মিত খেলা আয়োজন করা সম্ভব হচ্ছে না বলে জানান স্থানীয় জেলা ফুটবল এসোসিয়েশন (ডিএফএ)। তবে নিয়মিত প্রশিক্ষণ ও টুর্নামেন্টের আয়োজন করা গেলে জেলার ছাত্র ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করা সম্ভব বলে বিশ্বাস আয়োজকদের।

টুর্নামেন্টে জেলার ৫ উপজেলা ও একটি পৌরসভাসহ ৬টি দল অংশ নিচ্ছে। টুর্নামেন্টের ফাইনাল খেলা হবে ২৯ ফেব্রুয়ারি।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply