গাজার মধ্যাঞ্চলে ইসরায়েলি তাণ্ডবে অন্তত ৪০ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। বেসামরিকদের বাড়িঘরেও হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) এমনটা জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।
ফিলিস্তিন কর্তৃপক্ষের দাবি, দিনভর বোমা হামলায় মধ্যাঞ্চলেই মৃত্যু হয়েছে কমপক্ষে ৪০ জনের। আহত হয়েছে আরও শতাধিক। হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু।
এদিকে, দক্ষিণে রাফাহ শহরেও ভয়াবহ বিমান হামলা চালিয়েছে তেল আবিব। বাড়িঘরে তো বোমা ছুড়েছেই, ইসরায়েলি হামলায় ধ্বংস হয়েছে একটি মসজিদও।
গত ২৪ ঘণ্টায় গাজাজুড়ে ইসরায়েলি হামলায় আহত ১৩০ জনের বেশি। প্রাণহানি আরও বাড়ার শঙ্কা কর্তৃপক্ষের। দাবি, এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে অনেকে।
/এএম
Leave a reply