Site icon Jamuna Television

ফিলিস্তিনের পক্ষে শক্ত অবস্থান চীনের

আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) শুনানিতে ফিলিস্তিনিদের পক্ষে শক্ত অবস্থান জানান দিয়েছে চীন। ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার ‘গণহত্যা’ মামলার বিষয়ে এই দিন নিজেদের বক্তব্য উপস্থাপন করে ১২টি দেশের প্রতিনিধি। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) এ খবর জানিয়েছে ওয়াফা নিউজ এজেন্সি।

জাতিসংঘের সাধারণ পরিষদের আহ্বানে ইসরায়েলের দখলদারিত্বের আইনি বৈধতা নিয়ে চলা শুনানির চতুর্থ দিনে চীনের প্রতিনিধি জানান, স্বাধীন রাষ্ট্র ফিলিস্তিনিদের অধিকার। আর তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সমর্থন অব্যাহত রাখবে বলেও জানায় দেশটি।

ইসরায়েলের চলমান আগ্রাসনের চিত্র তুলে ধরে বক্তব্য দেয় ইরান, ইরাক ও জর্ডানের মতো মুসলিম দেশগুলো। দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের জোর দেয় জাপান।

অন্যদিকে, সাত অক্টোবরে হামাসের হামলার নিন্দা জানালেও আয়ারল্যান্ডের দাবি, আন্তর্জাতিক আইনে আত্মরক্ষার যে সীমা, তা ছাড়িয়ে গেছে তেল আবিব।

/এএম

Exit mobile version