অর্ধশতাব্দী পর চাঁদের বুকে মার্কিন যান

|

৫২ বছর পর চাঁদে সফল অবতরণ করল যুক্তরাষ্ট্রের মহাকাশযান। বৃস্পতিবার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২৩ মিনিটে চাঁদের দক্ষিণ মেরু এলাকার মাটি স্পর্শ করে যানটি।

সফলভাবে অবতরণ করা মহাকাশযানটির নাম ওডিসিয়াস। চন্দ্রাভিযানে অর্থায়ন করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা। ওডিসিয়াসের আকৃতি ষড়ভুজাকার। টেক্সাসভিত্তিক প্রতিষ্ঠান ইনটুইটিভ মেশিন এই চন্দ্রযাত্রার সার্বিক দ্বায়িত্বের পরিচালনায় ছিল।

উল্লেখ্য, জানুয়ারিতে একটি মার্কিন প্রাতিষ্ঠানের চন্দ্রাভিযান ব্যর্থ হলে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মহাকাশে চন্দ্রাভিযান পরিচালনার সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠে। তবে অডিসিয়াস ব্যক্তিমালিকানাধীন প্রকল্পে সাফল্য পেয়ে সেই বিতর্কে অনেকটাই পানি ঢেলে দিল। সর্বশেষ ১৯৭২ সালে নাসা অ্যাপোলো-১৭ নামে সফল একটি চন্দ্রাভিযান পরিচালনা করেছিল।

এমএইচআর/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply