রাজধানী ও গাজীপুরে কিশোর গ্যাংয়ের ৩৭ জন গ্রেফতার

|

র‍্যাবের মাঝে আটককৃতরা

স্টাফ করেসপন্ডেন্ট, গাজীপুর:

গাজীপুরের বিভিন্ন এলাকা ও রাজধানীর বিমানবন্দর, বনানী, মহাখালী থেকে ‘০০৭ গ্রুপ’, ‘বাবা গ্রুপ’, ‘জাউরা গ্রুপ’, ‘ভোল্টেজ গ্রুপ’, ‘ডি কম্পানি’ ও জাহাঙ্গীর গ্রুপসহ বিভিন্ন কিশোর গ্যাং গ্রুপের ৩৭ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-১। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাত থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা, ২৪টি মোবাইল ফোন, একটি ব্লেড, একটি কুড়াল, ৫টি রড, ১৬টি চাকু, ৩টি লোহার চেইন, একটি হাতুরি, একটি মোটরসাইকেলসহ নগদ ২৪ হাজার ২৫০ টাকা উদ্ধার করা হয়।

র‍্যাব-১ জানায়, গত কয়েক দিন র‍্যাবের একাধিক আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মহাখালী, বনানী, বিমানবন্দর, টঙ্গী ও গাজীপুর এলাকায় বেশ কয়েকটি অভিযান চালায়। অভিযানে ‘০০৭ গ্রুপের দলনেতা আল-আমিন (২৪), জাউরা গ্রুপের দলনেতা মাহাবুব (১৯), বাবা গ্রুপের দলনেতা সাদ (২২), ভোল্টেজ গ্রুপের- মনা (২৮), ডি কম্পানির আকাশ ও আমির হোসেন, জাহাঙ্গীর গ্রুপ ওরফে বয়রা জাহাঙ্গীর গ্রুপসহ বিভিন্ন কিশোর গ্যাং গ্রুপের ৩৭ জনকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-১ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহফুজুর রহমান জানান, আসামিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতার কিশোরদের মধ্যে ১৭ জনের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, চাঁদাবাজি, মাদক, অস্ত্র, ধর্ষণ ও হত্যা চেষ্টাসহ একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply