এক ম্যাচ বাকি থাকতে সিরিজ জিতলো অস্ট্রেলিয়া

|

অকল্যান্ডের ইডেন পার্কে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্বাগতিক নিউজিল্যান্ডকে ৭২ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। এ জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল সফরকারীরা।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার। অজি ওপেনার ট্রাভিস হেডের ২২ বলে ৪৫ রানের দুর্দান্ত ইনিংস, পাওয়ারপ্লেতে দারূন সূচনা এনে দেয় অস্ট্রেলিয়াকে। হেডের ৪৫ রানের ইনিংসে ছিল ২টি চার ও ৫টি ছয়ের চোখ ধাঁধানো একেকটা শট। দলীয় ৮৫ রানে বেন সিয়ার্সের বলে হেড আউট হবার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে অজিরা। অধিনায়ক মিচেল মার্শের ২৬ ও প্যাট কমিন্সের ২৮ রানের সুবাদে ১৭৪ রানের দলীয় সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। কিউই পেসার ফারগুসন মাত্র ১২ রানের বিনিময়ে তুলে নেন ৪ উইকেট।

জবাবে, ১৭৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় নিউজিল্যান্ড। দলীয় ১৪ রানে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। পাওয়ারপ্লেতেই, টপ অর্ডারের ৩ ব্যাটারকে প্যাভিলিয়নে পাঠায় অজিরা।

গ্লেন ফিলিপসের ৩৫ বলে ৪২ রান পরিস্থিতি কিছুটা সামাল দিলেও বাকি ব্যাটারদের ব্যর্থতায় মাত্র ১০২ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। ক্লার্কসন ও ট্রেন্ট বোল্ট ছাড়া মিডল অর্ডার ও টেল এন্ডারদের কেউই দুই অংকের রানে পৌঁছাতে পারেনি।

ম্যাচসেরা প্যাট কামিন্স। (ছবি: সংগৃহীত)

৭২ রানে ম্যাচ জিতে ৩ ম্যাচ সিরিজে ২-০ তে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। ব্যাট হাতে ২৮ রান ও বল হাতে ১৯ রানে ১ উইকেট নিয়ে ম্যাচসেরা হন প্যাট কামিন্স। আগামী রোববার, সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে দু’দল।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply