গাজীপুর সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় পোশাকশ্রমিক নিহত, মহাসড়ক অবরোধ-ভাঙচুর

|

স্টাফ করেসপনডেন্ট, গাজীপুর:

গাজীপুর সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় এক নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন। শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে গাজীপুর মহানগরের কুনিয়া তারগাছ এলাকার মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত পোশাকশ্রমিকের নাম মুনিরা। তিনি স্থানীয় একটি গার্মেন্টসে অপারেটর পদে কর্মরত ছিলেন।

এদিকে শ্রমিক নিহতের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় কয়েকটি গার্মেন্টসের পোশাকশ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে এবং গাড়িতে ভাঙচুর চালায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানায়, শনিবার সকালে গাজীপুর মহানগরের কুনিয়া তারগাছ এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিল ওই নারী পোশাকশ্রমিক। এ সময় গাজীপুর সিটি করপোরেশনের দ্রুতগতির একটি ময়লার গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানার উপ-পরিদর্শক সাখাওয়াত হোসেন।

আরএইচ/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply