গাজীপুর প্রতিনিধি
গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর চেরাগআলী এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। নিহত আব্বাস হোসেন (৩৫) বরিশাল সদর এলাকার রহমত আলীর ছেলে। নিহত আব্বাস আলী একজন পিকআপ ভ্যানের ড্রাইভার ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ২টার দিকে যাত্রীসহ ঢাকা থেকে গাজীপুরগামী একটি বলাকা বাস টঙ্গীর চেরাগআলীর কাছে পেছন থেকে পিকআপ ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের ড্রাইভার নিহত হন। তিনজন পথচারী আহত হয়। আহতরা হলো- জয়নাল হোসেন (৪০), ফরহাদ (২০) ও আলমগীর হোসেন (২৮)। পরে খবর পেয়ে টঙ্গী থানা পুলিশ গাড়িসহ নিহতের লাশ উদ্ধার করে।
Leave a reply