নাটকীয়তার পর সরকার গঠন হতে যাচ্ছে পাকিস্তানের পাঞ্জাবে

|

পিএমএল-এন নেতা মরিয়ম আওরঙ্গজেব এবং মরিয়ম নওয়াজ শপথ নিচ্ছেন। ছবি: ডন নিউজ।

নানা নাটকীয়তার পর অবশেষে সরকার গঠন হতে চলেছে পাকিস্তানের পাঞ্জাবে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) শপথ নিয়েছেন প্রদেশটির নবনির্বাচিত আইনপ্রণেতারা। এক প্রতিবেদনে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, দেশটির জাতীয় নির্বাচনের দুই সপ্তাহ পর শপথ নিলেন পাঞ্জাব প্রদেশের আইনপ্রণেতারা। মরিয়ম নওয়াজকে মুখ্যমন্ত্রী করে প্রদেশটিতে সরকার গঠন করতে চলেছে পিএমএল-এন। পাকিস্তানের সবচেয়ে প্রভাবশালী প্রদেশটির প্রধান হিসেবে এরইমধ্যে মরিয়মকে মনোনীত করেছেন আইনপ্রণেতারা।

আজ পাঞ্জাব প্রাদেশিক পরিষদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত করবেন আইনপ্রণেতারা। ধারণা করা হচ্ছে, আজই গঠিত হতে পারে মন্ত্রিসভা।

\এআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply