রাশিয়ার ‘এ-৫০’ বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের

|

রুশ 'এ-৫০' বিমান। ছবি: রয়টার্স।

কয়েক সপ্তাহের ব্যবধানে আবারও রাশিয়ার নজরদারি বিমান ভূপাতিতের দাবি করেছে ইউক্রেন। এবার কিয়েভের বিমান বাহিনীর টার্গেট হয়েছে রুশ নজরদারি বিমান এ-ফিফটি। শনিবার (২৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম রয়টার্স এ তথ্য জানায়।

ইউক্রেনের সামরিক বিভাগের বরাত দিয়ে রয়টার্স জানায়, ফ্রন্টলাইন থেকে ২শ’ কিলোমিটার দূরে, রাশিয়ার রোস্তভ অন ডোন ও ক্রাসনোদর শহরের মাঝামাঝি এলাকায় হয় এ ঘটনা। গুলি ছোঁড়ার পর আগুন ধরে যায় বিমানে। কানেভোস্কয় অঞ্চলে বিমানের ধ্বংসাবশেষ পাওয়ার কথাও জানায়। সফল অভিযানের জন্য ইউক্রেনীয় সেনাদের প্রশংসা করেন বিমান বাহিনীর প্রধান। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি মস্কো।

এর আগে, ১৪ জানুয়ারি আরেকটি, এ-ফিফটি বিমান গুলি করে ভূপাতিতের দাবি করেছিল ইউক্রেন। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী রাশিয়ার ভাণ্ডারে কার্যকর ছয়টি এ-ফিফটি বিমান ছিল। শত্রুপক্ষের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ওপর পর্যবেক্ষণ করে ও টার্গেট নির্ধারণে রুশ জেটকে সহায়তা করে এটি।

\এআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply