ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৯ জন দগ্ধ 

|

ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প। ছবি- ফাইল

নোয়াখালী করেসপনডেন্ট:

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ শিশুসহ ৯ জন দগ্ধ হয়েছেন। শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ক্যাম্পের ৮১ নম্বর ক্লাস্টারে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে বেশিরভাগই শিশু। তাদের ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

আহতরা হলেন, সফি আলম (১২), রবিউল (৫), সোহেল (৫), রাসেল (৩), মোবাশের (৩২), বসির উল্যা (১৫), রশমিদা (৩), জোবায়দা (১১) ও আমেনা খাতুন (২৪)।  

বিষয়টি নিশ্চিত করেছেন ভাসানচর থানার ওসি কাওসার আলম ভূঁইয়া। তিনি বলেন, সকালে ক্যাম্পের আব্দুর শুকুরের রান্না কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার লিকেজ হয়। একপর্যায়ে গ্যাসের সিলিন্ডারটি বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ৫ শিশুসহ ৯ জন আহত হয়।

ওসি আরও বলেন, আহতদের উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে। সকলেই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply