বইমেলায় এসেছে গায়ক, গীতিকার, সঙ্গীত পরিচালক ও লেখক আশিকুজ্জামান টুলুর বই ‘মিউজিক অ্যান্ড মিউজিশিয়ান’। নতুন প্রজন্মের শিল্পীদের কাছে গানের ভাষা ও ধাঁচকে নতুনত্বের একটা আবহে পরিচিত করতেই লেখকের এই প্রয়াস। যার পুরোটা লেখকের অর্জিত অভিজ্ঞতারই একটি সংকলন। বইটি লেখকের সঙ্গীত জীবনের অটোবায়োগ্রাফির একটা অংশও বলা যায়।
বইটি সম্পর্কে লেখক টুলু বলেন, ক্যারিয়ারের পুরো সময়জুড়ে একজন মিউজিশিয়ান হিসেবে আমরা বিভিন্ন ধরনের সঙ্গীতের অভিজ্ঞতা অর্জন করি। অর্জিত অভিজ্ঞতার মধ্যে বেশকিছু বিষয় খুব জরুরি হয়ে থাকে। বিশেষ করে নতুন গায়ক কিংবা পেশাদার মিউজিশিয়ানদের কাছে। কিন্তু চলার পথে আগের প্রজন্মের আমরা এ বিষয়গুলো লিপিবদ্ধ করি না । এতে বিষয়গুলো নতুন বা পুরনোরা কেউ জানতেই পারে না। সময়ের বিবর্তনে সেগুলো হারিয়ে যায় একসময়। এমন চিন্তা থেকেই লেখা ‘মিউজিক অ্যান্ড মিউজিশিয়ান’। টুলু বলেন, ছোট ছোট জরুরি বিষয়গুলো লিখে রেখে দেওয়া দরকার পরবর্তী প্রজন্মের জন্য। সেগুলো যেন তাদের ক্যারিয়ারে কিছুটা হলেও ইতিবাচক প্রভাব ফেলে।
মিউজিশিয়ান টুলু বলেন, পূর্বে মিডিয়ার প্রসার যেমন সীমিত ছিল, তেমনি প্ল্যাটফর্মও ছিল কম। কিন্তু এখন সেটি বেড়েছে। বর্তমানে ইউটিউবে অনেক কিছু শেখা যায়, যেগুলো খুবই সাধারণ বিষয়। অনেকে আবার এগুলোকে খুবই সামান্য বিষয় ভেবে উড়িয়ে দেন। তবে টুলু এগুলোকে সামান্য বিষয় বলতে নারাজ। কারণ সুক্ষ্ম এসব বিষয়গুলোই বড় একটা পরিবর্তন আনতে পারে বলে মনে করেন তিনি। অনেকটা বাটারফ্লাই ইফেক্টের মত।
বাংলাদেশ রাইটার্স গিল্ডের প্রকাশিত বইটি পাওয়া যাবে জ্যোতি প্রকাশের ৪৩২ নম্বর স্টলে। বইমেলা ছাড়াও অনলাইনে পাওয়া যাচ্ছে ‘মিউজিক অ্যান্ড মিউজিশিয়ান’। বইটির গায়ের মূল্য ৪০০ টাকা। এর আগেও লেখকের ‘টুলুর গল্প’ নামে আরেকটি বই প্রকাশিত হয়।
/এমএইচআর
Leave a reply