নানজিংয়ে বহুতল আবাসিক ভবনে আগুন, নিহত ১৫

|

আগুন নিয়ন্ত্রনের পর বহুতল ভবনের দৃশ্য। ছবি: সিনহুয়া।

চীনের নানজিং শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার একটি বহুতল ভবন। এ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৫ জন মানুষ। শনিবার (২৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে চীনের সংবাদ সংস্থা সিনহুয়া এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়েছে প্রায় অর্ধশত মানুষ। শুক্রবার স্থানীয় সময় সকালে, আগুন লাগে আবাসিক ভবনটিতে। প্রাথমিক তদন্ত বলছে, নীচ তলায় হয় আগুনের সুত্রপাত। পরে, তা ছড়িয়ে পরে পুরো ভবনে।

আগুন নিয়ন্ত্রনে কাজ করে ফায়ার সার্ভিসের ১২টির বেশি ইউনিট। আগুন নিয়ন্ত্রণের চেষ্টার পাশাপাশি, উদ্ধার তৎপরতাও চালানো হয়। প্রায় ৮ ঘণ্টা পর, ৪৪ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিসের কর্মীরা। অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

\এআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply