এবার অবৈধ হাসপাতাল ও ভুয়া চিকিৎসকের বিষয়ে সতর্ক করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোগীদের প্রতারণার হাত থেকে রক্ষার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানিয়েছেন তিনি।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলাদেশ কার্ডিওভাসকুলার রিসার্চ ফাউন্ডেশন ও যুক্তরাষ্ট্রের ইন্টারভেনশনাল একাডেমি আয়োজিত সম্মেলনে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।
রাজধানীর ইউনাইটেড মেডিকেলে শিশু আয়ানের মৃত্যুর ঘটনা নাড়িয়ে দেয় পুরো দেশ। এটির রেশ শেষ হতে না হতেই মালিবাগের জে এস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেকআপ সেন্টারে সুন্নতে খাৎনা করতে গিয়ে স্কুল শিক্ষার্থী আহনাফের মৃত্যু হয়। এমন চিকিৎসার কড়া সমালোচনা করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, ভুয়া হাসপাতাল ও চিকিৎসকদের কারণে চিকিৎসার মতো মহান পেশা প্রশ্নবিদ্ধ হচ্ছে।
বিষয়টি সরকারকেও ভাবিয়ে তুলেছে জানিয়ে রাষ্ট্রপতি আরও বলেন, সারাদেশে অবৈধ হাসপাতাল ও ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। এ সময় চিকিৎসক-নার্সদের সেবা প্রদানে আরও আন্তরিক হওয়ার আহ্বানও জানান রাষ্ট্রপতি।
/এনকে
Leave a reply