আর্চারি এশিয়া কাপের মিশ্র ইভেন্টে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ

|

ব্রোঞ্জ পদক জেতার পর তপু রায় ও মেঘলা রানী

ইরাকের বাগদাদে অনুষ্ঠিত এশিয়া কাপ আর্চারির কম্পাউন্ড মিশ্র বিভাগে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। তৃতীয় স্থান নির্ধারণী খেলায় তারা হারিয়েছে স্বাগতিক ইরাককে। এবারের আসরে এটিই বাংলাদেশের প্রথম পদক।

কম্পাউন্ড মিশ্র বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন তপু রায় ও মেঘলা রানী। সেমিফাইনালে ভারতের বিপক্ষে হারের পর ইভেন্টের তৃতীয় স্থানের পদক জেতার লড়াইয়ে নেমেছিলেন তপু-মেঘলা। স্বাগতিক ইরাকের বিপক্ষে তারা জয় পান ১৪৮-১৪৬ পয়েন্টের বিনিময়ে।

খেলার প্রথম সেটে বাংলাদেশ এগিয়ে থাকে ৩৬-৩৪ পয়েন্টে। পরের সেটে ৩৭-৩৬। তৃতীয় ও চতুর্থ সেটে যথাক্রমে ৩৭-৩৭, ৩৮-৩৮ পয়েন্টে শেষ হয় খেলা। প্রথম দুই সেটে ৩ পয়েন্টে এগিয়ে থাকায় শেষ পর্যন্ত ম্যাচটি জিতে নেয় বাংলাদেশ।

উল্লেখ্য, কুয়েতকে হারিয়ে সেমিফাইনালে উঠে আসলেও ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্ন ভঙ্গ হয় বাংলাদেশের। আসরে ফাইনাল খেলে ভারত ও ইরান। এতে চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

/এমএইচআর/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply