লিগ কাপের ফাইনালে রাতে মুখোমুখি চেলসি-লিভারপুল

|

লিগ কাপের ফাইনালে রাতে মুখোমুখি হবে দুই ইংলিশ জায়ান্ট লিভারপুর ও চেলসি। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত ৯টায়। ঐতিহ্যবাহী এই নকআউট টুর্নামেন্টের শিরোপা জেতার জন্য মুখিয়ে আছে দু’দল।

চলতি মৌসুমে লিভারপুলের সামনে রয়েছে ৩টি ফাইনাল খেলার সুবর্ণ সুযোগ। যার শুরুটা আজকের ম্যাচ দিয়ে। প্রায় এক দশকের বর্ণিল সময়জুড়ে কোচ ইউর্গেন ক্লপ সাজিয়েছেন লিভারপুলকে। জিতিয়েছেন ৩০ বছরের আক্ষেপ লিগ শিরোপাসহ উয়েফা চ্যাম্পিয়নস লিগ। তার শেষ ফাইনালও হতে পারে এটি। মৌসুম শেষে ক্লাব ছাড়তে পারেন ক্লপ। ডাগ আউটে ওয়েম্বলির ফাইনাল আর হয়ত পাবেন না কোচিং ক্যারিয়ারে। তাই শেষের শুরুটা রাঙাতে চাইবেন লিভারপুল বস। গত সপ্তাহেই প্রিমিয়ার লিগের ম্যাচে চেলসিকে ৪-১ ব্যাবধানে বিধ্বস্ত করেছে অলরেডরা।

এদিকে ব্লুজরাও পিছিয়ে নেই সাম্প্রতিক পারফরম্যান্সে। গত সপ্তাহেই তারা ম্যানসিটির সাথে ড্র করেছে ১-১ গোলে। টানা ১১ ম্যাচ জয়ের পথে থাকা সিটিকে আটকে পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে লন্ডনের ক্লাবটি। এদিকে ২০২২ সালের এফএ কাপ ও লিগ কাপের ফাইনালে লিভারপুলের কাছেই ধরাশয়ী হয়েছিল চেলসি। সেই প্রতিশোধও তুলতে চাইবে তারা।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply