এজলাসে বসে বিচারকাজ পর্যবেক্ষণ করলেন ভারতের প্রধান বিচারপতি

|

আদালতের এজলাসে বসে দেশের বিচারকাজ পর্যবেক্ষণ করলেন ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়। রোববার (২৫ ফেব্রুয়ারি) সকালে এজলাসে ওঠেন ভারতের সুপ্রিম কোর্টের দুই বিচারপতি। এসময় সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

বিচারকাজ পর্যবেক্ষণ করে বাংলাদেশের সাথে ভারতের অনেকটা সাদৃশ্য খুঁজে পান ডি এস চন্দ্রচূড়। বলেন, দু’দেশের আদালতের সংস্কৃতি প্রায় একইরকম। বাংলাদেশের বিচারকাজ পর্যবেক্ষণ করতে পারা তার জন্য সম্মানের। এসময় তিনি বাংলাদেশের বিচারপতি ও আইনজীবীদের ভারতে আদালতের কার্যক্রম পর্যবেক্ষণের আমন্ত্রণও জানান।

এসময় উপস্থিত ছিলেন আপিল বিভাগের আরও ৫ বিচারপতি। ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও সুপ্রিম কোর্ট বারের সভাপতি মমতাজ উদ্দিন ফকিরও।

উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি আমন্ত্রণ পেয়ে প্রথমবারের মতো ঢাকায় আসেন ভারতের সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply