নাটোরে নারীকে হত্যার দায়ে দু’জনের যাবজ্জীবন সাজা

|

সিনিয়র করেসপন্ডেন্ট নাটোর

নাটোরের লালপুরে লাকী খাতুন নামে এক নারীকে হত্যার মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাদেরকে ১৫ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। রোববার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক মোছা. কামরুন্নাহার বেগম এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, লালপুর উপজেলার হাবিবপুর গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে আসাদুল ইসলাম ও একই উপজেলার আড়বাব মধ্যেপাড়া গ্রামের মানিক আলীর ছেলে টুটুল আলী।

নাটোর জজ আদালতের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম জানান, ২০২০ সালের ৬ অক্টোবর লাকী খাতুনকে নিয়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেন আসাদুল। পরে লাকি বাড়ী থেকে বের হয়ে পাবনার ঈশ্বরদী বাইপাস এলাকায় আসাদুলের সাথে দেখা করেন। সেখানে অভিযুক্ত আসাদুল তার বন্ধু টুটুল আলীকে ডেকে নেয়। পরে তারা লাকী খাতুনকে রেল লাইনের পাশে নিয়ে গিয়ে শ্বাসরোধে হত্যা করে। হত্যার পর মরদেহ লালপুর উপজেলার ডহরশৈল গ্রামের একটি লিচু বাগানের মধ্যে ফেলে পালিয়ে যায়। পরদিন স্থানীয়রা লিচু বাগানে মরদেহ পড়ে থাকতে দেখে গ্রাম পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

এ ঘটনায় গ্রাম পুলিশ বাদী হয়ে অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ তদন্তে আসাদুল ইসলাম ও টুটুল আলীকে ঘটনার সাথে জড়িত সন্দেহে আটক করে। জিজ্ঞাসাবাদে তারা লাকী খাতুনকে হত্যার কথা স্বীকার করেন। পরে পুলিশ অভিযুক্ত আসাদুল ইসলাম ও টুটুল আলীর বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন।

আদালতের বিচারক মামলার স্বাক্ষ্য গ্রহণ শেষে এই দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও দুই বছর করে কারাদণ্ডের আদেশ দেন। একই মামলায় অপর এক ধারায় অভিযুক্তদের আরও ৪ বছর করে কারাদণ্ড ও আরও ৫ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply