সদ্য শেষ হওয়া ওয়ানডে বিশ্বকাপের আগে তামিম ইকবালকে নিয়ে জল কম ঘোলা হয়নি। অধিনায়কত্ব ছাড়া থেকে শুরু করে জাতীয় দল থেকে নিজেকে সরিয়ে নেয়ার ঘটনা লম্বা সময় আলোচনায় ছিল টাইগার ক্রিকেটে। ঘটনা গড়িয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যন্ত। সেসব নাটকীয় ঘটনায় চাউর হওয়া নানা কথার কিছুই জানেন না বাংলাদেশ দলের কোচ চান্দিকা হাথুরুসিংহে।
ইএসপিএনক্রিকইনফোতে সাক্ষাৎকারে তামিম প্রসঙ্গে পরিষ্কার করে কিছু বলতে চান কিনা এমন প্রশ্ন ছিল হাথুরুর দিকে। টাইগার হেড কোচ উল্টো প্রশ্ন ছোঁড়েন, কোন ঘটনা? আমি আপনাকে জিজ্ঞেস করছি, বলুন তো শুনি। আমি আগে কিছু শুনিনি। সত্যি বলতে আমি আজ অবধি জানি না কেনো অবসর নেয়ার সিদ্ধান্ত নিলেন।
সেই ঘটনার পর তামিমের সঙ্গে কথাও হয়নি হাথুরুসিংহের। দু’জনের মধ্যে কথা বলানোর চেষ্টাও করায়নি বিসিবি। ৫৫ বছর বয়সী কোচ বলেন, সে অবসর নিয়েছে এবং সেটি এমন একটি পর্যায় যেখানে আমরা কিছুই করতে পারি না। তবে আমার পুরো মনোযোগ অবশ্য দলের দিকে। জানেন, সবসময় এই কথা বলেছি, দলের চেয়ে কোনো ব্যক্তিই বড় নয়।
বর্তমানে বিপিএলে ফরচুন বরিশালের অধিনায়ক ৩৪ বছর বয়সী তামিম। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে তাকে দেখা গেলেও লাল-সবুজের জার্সিতে বাঁহাতি ওপেনারের ভবিষ্যৎ এখনও অজানা। বাংলাদেশের ক্রিকেটাররা টি-টোয়েন্টি ক্রিকেট খেলে বিশ্বমানের হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে হাথুরুসিংহে বলেন, আমাদের যথাযথ কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্ট নেই। এটা শুনতে অদ্ভুত লাগবে। তবে বিপিএল যখন দেখি, মাঝেমধ্যে টিভি বন্ধ করে দিই। কিছু খেলোয়াড় তো কোনো মানেরই নয়। এই চলমান পদ্ধতি নিয়ে আমার অনেক প্রশ্ন আছে।
বিপিএলে বড় কোনো বিদেশি ক্রিকেটার পুরো মৌসুম খেলছেন না। এই যেমন বাবর আজম, তিনি রংপুরের হয়ে এবারের বিপিএল খেলেছেন। তবে পিএসএল খেলতে ৭ ফেব্রুয়ারিতেই বিপিএল ছেড়েছেন। অন্য ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে আজ বিপিএলে আসছেন ডেভিড মিলার। এমন অনেকেই বিপিএলে আছেন আসা-যাওয়ার মধ্যে। হাথুরুসিংহের কাছে এটা একটা সার্কাসের মতো।
এই প্রসঙ্গে তিনি বলেন, আইসিসির এখানে হস্তক্ষেপ করা উচিত। অবশ্যই কিছু নিয়ম থাকতে হবে। একজন খেলোয়াড় একটা টুর্নামেন্ট খেলছে, পরে আরেকটা খেলছে। এটা সার্কাস। খেলোয়াড়েরা তাদের সুযোগের কথা বলবে, কিন্তু এটা ঠিক নয়। মানুষ আগ্রহ হারিয়ে ফেলবে, আমি আগ্রহ হারিয়েছি।
/আরআইএম
Leave a reply