গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে আশার খবর শোনালো ইসরায়েল। শিগগিরই পৌঁছানো যেতে পারে ঐক্যমতে। এক প্রতিবেদনে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হয় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি ইস্যুতে আলোচনা। এতে যোগ দিয়েছে মিসর, কাতার, ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং হামাসের প্রতিনিধিরা। শনিবার ফ্রান্সের প্যারিসে এই ইস্যুতে নেয়া হয় একটি পরিকল্পনা। সেই পরিকল্পনার ওপরই আলোচনা হয়েছে দোহার বৈঠকে।
প্যারিসের বৈঠকে ওই পরিকল্পনা কাঠামোর প্রতি সম্মতি দিয়েছেন ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রীসভার সদস্যরা। এতে প্রথম ধাপে ইসরায়েলের ৪০ জিম্মিকে মুক্তি দেবে হামাস। বদলে গাজায় চলবে ছয় সপ্তাহের যুদ্ধবিরতি। গাজার উত্তরাঞ্চলে ফেরার সুযোগ দেয়া হবে নারী ও শিশুদের। মুক্তি দেয়া হবে কয়েকশ ফিলিস্তিনি বন্দিকে। জানা গেছে, দোহায় আলোচনা শেষে কায়রোতে আরেক দফা বৈঠক করবেন প্রতিনিধিরা।
\এআই/
Leave a reply