সুপ্রিম কোর্টে অনুবাদ বিভাগ করার উদ্যোগ নেয়া হয়েছে: প্রধান বিচারপতি

|

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, সুপ্রিম কোর্টে একটি স্বয়ংসম্পূর্ণ অনুবাদ বিভাগ তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এটি বাস্তবায়িত হলে নিজ ভাষায় উচ্চ আদালতের আদেশ বা রায় প্রাপ্তির ক্ষেত্রে এক নতুন দিগন্তের উন্মোচন হবে।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীতে ‘সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার ও বাংলা ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে বাংলা একাডেমি ও বজলুর রহমান ফাউন্ডেশন এই আলোচনা সভার আয়োজন করে।

বাংলা বইয়ের পাঠক দিন দিন হ্রাস পাচ্ছে উল্লেখ করে ওবায়দুল হাসান বলেন, তরুণ প্রজন্ম বাংলার সুবিশাল সমৃদ্ধ সাহিত্য ভান্ডার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের সকলকে উদ্যোগী হতে হবে।

আগামী প্রজন্মকে দেশমুখী করতে রাজনৈতিক দলগুলোকে উদ্যোগ নিতে হবে বলেও মন্তব্য করেন প্রধান বিচারপতি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply