যৌন হয়রানি: ভিকারুননিসার শিক্ষক মুরাদ সাময়িক বরখাস্ত

|

অভিযুক্ত শিক্ষক মুরাদ হোসেন সরকার। ছবি: সংগৃহীত।

শিক্ষার্থীদের যৌন হয়রানির ঘটনায় ভিকারুননিনা নূন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর শাখার শিক্ষক মুরাদ হোসেন সরকারকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে পরিচালনা পর্ষদ। একইসাথে গভীরতর তদন্তের জন্য আরও একটি কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে।

গণিতের শিক্ষক মোহাম্মদ মুরাদ হোসেন সরকারের বিরুদ্ধে গত ৭ ফেব্রুয়ারি কলেজ কর্তৃপক্ষের কাছে অভিযোগ করা হয়, কোচিংয়ে ছাত্রীদের যৌন হয়রানি করেন তিনি। প্রায় এক দশক ধরে শিক্ষার্থীদের প্রাইভেট কোচিংয়ে নিয়ে যৌন নির্যাতন করতেন মুরাদ হোসেন সরকার।

শিক্ষার্থীদের যৌন হয়রানি করার ঘটনায় অভিভাবকদের দেয়া অভিযোগের ভিত্তিতে একটি প্রাথমিক তদন্ত কমিটি করা হয়। কমিটির প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থাগ্রহণের আশ্বাস দিয়েছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ কেকা রায় চৌধুরী।

এদিকে, পড়াশোনার সুষ্ঠু পরিবেশের স্বার্থে কর্তৃপক্ষ যাতে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মুরাদ হোসেনের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করে, তার নিশ্চয়তা চান অভিভাবকরা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply