ডেঙ্গু জ্বর মহামারী আকার ধারণ করেছে পেরুতে। দেশজুড়ে জারি করা হয়েছে জরুরি স্বাস্থ্য সতর্কতা। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, গেলো বছর থেকেই উষ্ণ বায়ুপ্রবাহের কারণে বিরূপ আবহাওয়া বিরাজ করছে দক্ষিণ আমেরিকার দেশটিতে। একদিকে তীব্র গরম, অন্যদিকে ভারী বৃষ্টি। যেকারনেই বেড়েছে এডিস মশার প্রাদুর্ভাব।
ফলে, সতর্কতা অবলম্বন করেও ঠেকানো যাচ্ছে না ডেঙ্গু রোগের প্রকোপ। শোচনীয় অবস্থা দেশটির উত্তরাঞ্চলের। চলতি বছর, এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ৩১ হাজারের বেশি মানুষ, প্রাণহাণি তিরিশের অধিক।
\এআই/
Leave a reply